পঞ্চগড়ে রাত-দিনের তাপমাত্রা কমছে..

সোমবার, ২৩ নভেম্বর ২০২০ | ১১:১৪ পূর্বাহ্ণ

পঞ্চগড়ে রাত-দিনের তাপমাত্রা কমছে..
apps

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিন দিন কমতে শুরু করেছে রাত-দিনের তাপমাত্রা। দিনের বেলা গরম থাকলেও গভীর রাত থেকে ভোর পর্যন্ত থাকছে শীত। পঞ্চগড়ের তাপমাত্রা ওঠানামা করছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (২৩ নভেম্বর) ভোরে কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। শ্রমজীবী মানুষরা পড়েছেন বিপাকে। ফসলি জমিতে কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। কুয়াশা থাকায় বেলা বাড়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে তাদের।

এদিকে খেটে খাওয়া শ্রমিকদেরও অপেক্ষা করতে হচ্ছে সূর্যের আলো ফোটার জন্য।

স্থানীয়রা জানান, গতবারের চেয়ে এবার আগেই শীত পড়েছে। কুয়াশাও পড়েছে। বৃদ্ধ ও শিশুরা পড়েছে বেশি দুর্ভোগে।

তারা আরও জানান, সকালে রোদ উঠলে ও শীতের তীব্রতা রয়েছে। শীতার্ত লোকজন দ্রুত সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, পঞ্চগড়ে তাপমাত্রা ওঠানামা করছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Development by: webnewsdesign.com