পঞ্চগড়ের আটোয়ারীতে প্রবাসীদের দেওয়া পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫৫ জন দুঃস্থ ও অসহায় পরিবারকে খাদ্য সামগ্রি বিতরণ। পবিত্র রমজান উপলক্ষে করোনার ভাইরাসের সংকট মুহূর্তে গরিব অসহায়দের মাঝে বাংলাদেশের বাহিরের দেশে থাকা #প্রবাসীদের আর্থিক সহযোগিতায় (#GOREEB_YATIM_TRUST_FUND) গরীব এতিম ট্রাস্ট ফান্ডের একটি সংগঠন গরিব অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছেন সেচ্ছাসেবক হিসাবে এ্যাডভোকেট পলাশ রায় ।
বৃস্পতিবার ২৯শে এপ্রিল ২০২১ ইং সকাল ১১ ঘটিকার সময় আটোয়ারী আটোয়ারী উপজেলার বোদা পৌরসভা সংলগ্ন দলুয়া গ্রামের এ্যাডভোকেট পলাশ রায় তার বাড়ীর আঙ্গিনায় অসহায় দুঃস্থ মানুষের মাঝে রমজান উপলক্ষে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, ছোলা সামগ্রি বিতরণ করেছেন ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক বাবু বিমল চন্দ্র রায় ও সাংবাদিক আবু তৌহিদ, সাংবাদিক নিতিশ চন্দ্র বর্মন প্রমুখসহ এলাকার গণমান্য ব্যক্তিরা।
উক্ত অনুষ্ঠানে সেচ্ছাসেবক এ্যাডভোকেট পলাশ রায় বলেন, প্রবাসীদের আর্থিক সহযোগিতায় (GOREEB_YATIM_TRUST_FUND) গরীব এতিম ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আমি সেচ্ছা সেবক হিসাবে আপনাদের পাশে আছি এবং এই করোনা ভাইরাসের দুর্যোগ নিরাময় না হওয়া পর্যন্ত মানুষের মাঝে প্রবাসিদের GOREEB_YATIM_TRUST_FUND এর ত্রাণ বিতরণ কর্যক্রম অব্যাহত থাকবে। প্রবাসি ভাইদের জন্য সবাই দোয়া করবেন তারা যেন আমাদের গরিব ও অসহায় মানুষদের মাঝে সহযোগিতা করতে পারে। এ সময় উপস্থিত ছিলেন টিভি ও প্রিন্ট অনলাইন মিডিয়া সংবাদকর্মীরা।
Development by: webnewsdesign.com