পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীর পানিতে ডুবে হৃদয় ইসলাম (৮) ও আল-আমিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বেংহাড়ী ইউনিয়নের মানিকপির শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু হৃদয় একই এলাকার রফিকুল ইসলামের ছেলে ও আল-আমিন কেরু মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হৃদয় ও আল-আমিন বাড়ির বাইরে খেলা করছিলো। এ সময় খেলার ছলে করতোয়া নদীর পাড়ে গেলে অসাবধানবসত নদীর পানিতে দুজন পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা বাড়িতে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে করতোয়া নদীতে পানিতে দুজনে মরদেহ ভাসতে দেখেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী নদীর পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে। তবে দুই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Development by: webnewsdesign.com