পঞ্চগড়ে আধুনিক সদর হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্ট এর উদ্বোধন

রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১ | ৮:১৩ অপরাহ্ণ

পঞ্চগড়ে আধুনিক সদর হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্ট এর উদ্বোধন
apps

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নব নির্মিত লিকুইড অক্সিজেন প্লান্ট এর উদ্বোধন করা হয়েছে। রোববার (০৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে ১০ হাজার লিটার লিকুইড অক্সিজেন প্লান্ট এর উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো: মজাহারুল হক প্রধান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, জেলা সিভিল সার্জন ডা: মো: ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম সূফিকূল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, আবাসিক মেডিক্যাল অফিসার ডা: সিরাজ উদৌলা পলিন, ডা: আমির হোসেনসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত ১০ হাজার লিকুইড অক্সিজেন প্লান্ট থেকে এক সাথে প্রায় ১০০ জন রোগি অক্সিজেন সেবা গ্রহন করতে পারবেন।

Development by: webnewsdesign.com