পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র-মহাজোটের ১নং মির্জাপুর ইউনিয়ন কমিটির আলোচনা সভা ও কমিটি অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী উপজেলার বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র-মহাজোট এর আয়োজনে শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৩ঘটিকার সময় মির্জাপুর শ্রী শ্রী গৌরী গিরিধারী সেবাশ্রম মন্দিরে বাবু মোহন চন্দ্র পাল এর সভাপতিত্বে নিতিশ চন্দ্র বর্মন এর সঞ্চলনায় মন্দিরের মাঠ প্রঙ্গণে এক আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাবু পরিমল চন্দ্র বর্মন আহব্বায়ক বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র-মহাজোট পঞ্চগড় জেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ চন্দ্র বর্মন সহকারী শিক্ষক ঝলই নয়নী বুরুজ উচ্চ বিদ্যালয়, বাবু ধরনী কান্ত বর্মন,আহব্বায়ক বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র-মহাজোট আটোয়ারী উপজেলা শাখা, মির্জাপুর ইউপি সদস্য সুবাস চন্দ্র বর্মন, মহিলা ইউপি সদস্য রঞ্জিতা রানী পাল, খিতেন চন্দ্র ঘোষ ৬নং ধামোর ইউপি সদস্য সহ প্রনয় চন্দ্র বাপ্পী সদস্য সচিব হিন্দু ছাত্র মহাজোট আটোয়ারী উপজেলা শাখা, সবোদ চন্দ্র বর্মন সদস্য পঞ্চগড় জেলা শাখা ও উপজেলা আব্বাহয়ক কমিটির যুগ্নসম্পাদক, মিঠুন চন্দ্র বর্মন, মিলন বসাক ও উত্তম চন্দ্র বর্মন সহ ৪নং রাধানগর কমিটির মহিলা সম্পাদিকা মিমি সেন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ১নং মির্জাপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র-মহাজোটের সভাপতি সঞ্চয় চন্দ্র বর্মন ও সাধান সম্পাদক ভবেন চন্দ্র বর্মনকে নির্বাচিত করে ৫১ বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।
Development by: webnewsdesign.com