পঞ্চগড়ের আটোয়ারীতে গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার ফকিরগঞ্জ খাদ্য গুদামে গম সংগ্রহের শুভ উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান এমপি।
উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইজার উদ্দীন, খাদ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাজ্জাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান, বনিক সমিতির সম্পাদক জামিলুর রেজা মানিক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
খাদ্য অধিদপ্তর সুত্রে জানা গেছে, এবার উপজেলায় ২৮টাকা দরে ৯১০মেঃ টন গম সংগ্রহ করা হবে।
Development by: webnewsdesign.com