নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সি মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. ফোরকান উদ্দীন ওরফে সাকিল খান।
মামলা সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর এলাকায় ভাড়াবাড়িতে বসবাসকালীন পারিবারিক কলহের জেরে ২০১৫ সালের ১১ অক্টোবর গভীর রাতে মর্জীনা ওরফে বিথিকে তার স্বামী সাকিল খান ধারালো অস্ত্রে দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৩ অক্টোবর লোহাগড়া থানায় জামাই সাকিলকে আসামি করে মামলা দেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ১৭ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে রায় দেন আদালত।
Development by: webnewsdesign.com