মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে পুরস্কার বিতরণ
সোমবার, ২৭ জুন ২০২২ | ২:৩৬ অপরাহ্ণ

নড়াইলে মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে পুরস্কার বিতরণ করেন ডিসি মোহাম্মদ হাবিবুর রহমান।নড়াইলে মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস -২০২২ পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নড়াইলের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে মাদক বিরোধী র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমাদের নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ উপলক্ষ্যে একটি র্যালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোঃ জুবায়ের হোসেন চৌধূরী,ইসলামিক ফাউন্ডেশন, নড়াইলে উপ-পরিচালক মোঃ ইয়াসিন মোল্যা, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
সবশেষে মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী রচনা প্রতিযোগিতায় বিভিনন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এর নিকট থেকে পুরস্কার গ্রহন করেন নড়াইল সরকারী মহিলা কলেজের ছাত্রী ঐশী খানম।