নড়াইলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারগণ (ভূমি) ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছেন। জেলার তিন উপজেলায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
১৫ টি মামলায় ১৭ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করেছে। জানাগেছে, শনিবার দিনব্যাপী জেলায় ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে ১৫ টি মামলায় ১৭ হাজার ৬’শ টাকা জরিমানা করা হয়।
সংক্রামক রোগ প্রতিরোধ আইন ২০১৮ দণ্ডবিধি ১৮৬০ পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী তাদের এ জরিমানা করা হয় বলে জানাগেছে। ভ্রাম্যমান আদালতের সাথে আনসার, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com