নড়াইলে পুলিশের অভিযানে ৫০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১

সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ | ১২:০৬ অপরাহ্ণ

নড়াইলে পুলিশের অভিযানে ৫০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১
apps

নড়াইলের কালিয়া থানা পুলিশ পাঁচশ’ পিছ ইয়াবাসহ পলাশ শেখ (৪২) নামে একজনকে আটক করেছে। গভীর রাতে উপজেলার শুক্ত গ্রামের দত্ত্বের মোড় নামক স্থান থেকে পুলিশ তাকে আটক করে। পলাশের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার বাগডাঙ্গা গ্রামে। এ ঘটনায় কালিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিকে কালিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমানউল্লাহ বারীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শুক্ত গ্রামের দত্ত্বের মোড়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী পলাশ শেখকে আটক করে। একই সাথে তার কাছে থাকা পাঁচশ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা উদ্ধাবের ঘটনায় কালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার সহযোগীদের শনাক্ত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Development by: webnewsdesign.com