নড়াইলে দৈনিক নবচেতনা পত্রিকার ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নড়্ইাল প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভায় দৈনিক নবচেতনা পত্রিকার নড়াইল প্রতিনিধি মীর্জা মাহামুদ হোসেন রন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু।
এ সময় আরো উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি নাইমুর রহমান ফিরোজ নড়াইল বার্তার সম্পাদক মোঃ হাফিজুর রহমান, আরটিভির জেলা প্রতিনিধি সুজয় কুমার বকসী দেশ টিভির প্রতিনিধি শরিফুল ইসলাম বাবলু,মোহনা টিভির প্রতিনিধি হাফিজুল নিলু সহ অনেকে। আলোচনা ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শেষে কেক কাটা হয়।
Development by: webnewsdesign.com