নড়াইলে কর্মী সম্মেলনে আফরোজা আব্বাস

শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ | ২:২৮ অপরাহ্ণ

নড়াইলে কর্মী সম্মেলনে আফরোজা আব্বাস
apps

অবৈধ সরকারকে বৈধভাবে ক্ষমতাচ্যুত করে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করে বিদেশে উন্নত চিকিৎসা করাতে হবে ্এমনটি নড়াইলের কর্মী সম্মেলনে বললেন আফরোজা আব্বাস। নড়াইলে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাড়ির উঠানে শিরিন সুলতানার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। প্রধান বক্তা হিসাবে সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন নেওয়াজ হালিমা সারলী, সাংগঠনিক সম্পাদক তসলিমা খাতুন সন্ধ্যা, নডাইল জেলা বিএনপি’র সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সহ স্থানীয় ব্এিনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যন্য বক্তারা বলেন, বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা অচিরেই করতে হবে।

Development by: webnewsdesign.com