নড়াইলে একই পরিবারের একজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

রবিবার, ২১ নভেম্বর ২০২১ | ২:১৯ অপরাহ্ণ

নড়াইলে একই পরিবারের একজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদন্ড
apps

নড়াইলের নড়াগাতী থানার কালিনগর গ্রামে একটি হত্যা মামলায় একই পরিবারের একজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে জেলা ও দায়রা জজ আদালত। রোববার সকাল সাড়ে ১০ টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।

ফাঁসির দন্ডপ্রাপ্ত হলেন, নড়াগাতি থানার কালিনগর গ্রামের ছায়েন উদ্দিন ভূঁইয়ার ছেলে আলমগীর ভূঁইয়া। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপÍরা হলেন, নড়াগাতি থানার কালিনগর গ্রামের মৃত ফাজেলা ভূঁইয়ার ছেলে বাবা ছায়েন উদ্দিন ভূঁইয়াসহ তার দুই ছেলে হাবিবুর রহমান ভূঁইয়া (৫৫) ও জঙ্গু ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় চার আসামির মধ্যে জঙ্গু ভূঁইয়া ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া ২০ হাজার টাকা জরিমনা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের নড়াগাতী থানার কালিনগর গ্রামে বাদী রবিউল ইসলাম ভূঁইয়াদের সাথে আসামিপক্ষের বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি কালিনগর বাজারে উভয়পক্ষের মধ্যে শালিস বৈঠক হয়। শালিসের পর ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে বাদীর ভাই ফিরোজ ভূঁইয়াকে কালিনগর বাজার এলাকায় দেশি অস্ত্র ধারালো গুপ্তি বুকে ঢুকিয়ে হত্যা করে। ১৬ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

Development by: webnewsdesign.com