নড়াইলের ফুরকানকে ৩৫ হাজার টাকার জাল নোটসহ আটক করে একালাবাসী পুলিশে দিয়েছে

বুধবার, ১৩ এপ্রিল ২০২২ | ৩:২০ অপরাহ্ণ

নড়াইলের ফুরকানকে ৩৫ হাজার টাকার জাল নোটসহ আটক করে একালাবাসী পুলিশে দিয়েছে
apps

নড়াইলের ফুরকান ৩৫ হাজার টাকার জাল নোটসহ আটক করে পুলিশে দিয়েছে। বাগেরহাটের মোল্লাহাটে ৩৫ হাজার টাকার জাল নোটসহ মোঃ ফুরকান আলী মোল্লা (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে একালাবাসী। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরসপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফুরকান আলী মোল্লা নড়াইলের কালিয়া উপজেলার দক্ষিণ খাশিয়াল গ্রামের লুৎফর আলী মোল্লার ছেলে। মোল্লাহাট থানার উপ-পুলিশ পরিদর্শক ঠাকুর দাস জানান, উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরসপুর গ্রামের বিকাশ ব্যবসায়ী রাসেল শেখের দোকান থেকে স্ত্রীর কাছে ৩৫ হাজার টাকা পাঠাতে যান ফুরকান আলী মোল্লা। সেখানে ফুরকান আলী মোল্লা দোকানদারকে ৩৫ হাজার টাকার জাল নোট প্রদান করেন। পরে দোকানদার জাল নোট বুঝতে পরে এলাকাবাসীকে ডেকে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩৫ হাজার টাকার জাল নোট সহ মোঃ ফুরকান আলী মোল্লাকে আটক করে থানায় নিয়ে আসে। আসামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Development by: webnewsdesign.com