নড়াইলের কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামের আবুল কাসেম মোল্যার স্ত্রী মোছাঃ মাখেরা বেগম (২৫) গত ১৫/৯/২০২০ তারিখ বিকাল আনুমানিক ৫.৩০ মিনিটে নিজ গৃহের আড়ার সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেন।
স্হানীয় সুত্রে জানা যায় পারিবারিক দ্বন্ধের কারনে মাখেরার এই আত্নহত্যা। মোছাঃ মাখেরা বেগম গোপালগন্জ জেলার চর বড়ফা গ্রামের কাওছার কাজির মেয়ে।
গত ১৪/১৫ বছর আগে সামাজিক ভাবে তাদের বিবাহ হয়েছিলো তাদের ঘরে ৪ ও ২ বছরের দুটি কন্যা সন্তান আছে, এমন কি মাখেরা ৪ মাসের অন্তঃস্বত্বা ছিলো বলে জানায় তার বাবা কাওছার কাজী। নড়াইলের
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমানের বলেন,মৃত মাখেরার গলাতে দাগ আছে, তার লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং নড়াইলের লোহাগড়া থানায় একটা অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মেয়ের পক্ষ থেকে কেউ মামলা করতে চাইলে পরবর্তীতে মামলা নেয়া হবে।
Development by: webnewsdesign.com