উত্তর আল্টানটিক সামরিক জোটে (ন্যাটো) এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু বলেন, এস-৪০০ প্রযুক্তি ন্যাটো জোটে ব্যবহার করা হবে না; ফলে জোটের জন্য কোনো হুমকি নেই। বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।
এর আগে যুক্তরাষ্ট্র দাবি করে রাশিয়া এই প্রযুক্তি ব্যবহার করে যুদ্ধবিমানের শ্রেণিবিভাগ জানতে পারে এবং এটি ন্যাটোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
এ দিকে এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উত্তর আল্টানটিক সামরিক জোটের (ন্যাটো) সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু। তিনি বলেন, রাশিয়া থেকে সম্প্রতি কেনা এ প্রতিরক্ষা ব্যবস্থাটি ন্যাটোর জোটের সঙ্গে সঙ্গতির্পূণ।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি নিয়ে সবাই মিলে আলোচনা করা প্রয়োজন।
রাশিয়া থেকে উন্নত প্রযুক্তির এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনায় তুরস্ককে অভিযুক্ত করে ওয়াশিংটন পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমানের যৌথ কর্মসূচি থেকে জুলাইয়ে আঙ্কারাকে বের করে দেয়ার হুমকি দিয়েছে।
Development by: webnewsdesign.com