আলজাজিরার প্রতিবেদন

ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে যে দুই দেশ

সোমবার, ১১ এপ্রিল ২০২২ | ১:০৯ অপরাহ্ণ

ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে যে দুই দেশ
apps

এক মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।

এমন পরিস্থিতির মাঝেই ইউরোপভিত্তিক দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সঙ্গে আরও দুটি দেশ যোগ দিতে যাচ্ছে। সোমবার (১১ এপ্রিল) আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আগামী মাসের মধ্যে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে। এর ফলে পশ্চিমা জোটের সদস্য সংখ্যা ৩০ থেকে ৩২ হবে।
দুই দেশের নেতারা বলছেন, ইউক্রেনে রুশ বাহিনী হামলা চালানোর কারণে নিজ দেশের নিরাপত্তার স্বার্থেই ন্যাটোতে যোগ দিতে যাচ্ছেন তারা।

ন্যাটোর ৩০ সদস্য দেশ হলো- আলবেনিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, কানাডা, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মন্টিনেগ্রো, নেদারল্যান্ডস, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

Development by: webnewsdesign.com