নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর, অপরাধী যেই হোক ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার, ২৬ অক্টোবর ২০২০ | ২:৪৮ অপরাহ্ণ

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর, অপরাধী যেই হোক ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছবি: সংগৃহীত
apps

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় অপরাধী যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার (২৬ অক্টোবর) নিজ বাসায় সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সমাজের কোন শ্রেণির মানুষই অপরাধ করে পার পাবে না। অপরাধীকে আইনের আওতায় আসতেই হবে।

জ‌ড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পু‌লিশ।’

গতকাল রাতে কলাবাগান মোড়ে সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ও তার স্ত্রীকে মারধর করা হয়। এ ঘটনায় হাজী সেলিমের ছেলে ইরফাস সেলিমকে গ্রেফতার করেছে র‍্যাব।

Development by: webnewsdesign.com