নৌকা প্রতিক নিয়ে পৌর চেয়ারম্যান থেকে পৌর মেয়র অধ্যাপক আক্কাস আলী

রবিবার, ১৭ জানুয়ারি ২০২১ | ১:৫৪ অপরাহ্ণ

নৌকা প্রতিক নিয়ে পৌর চেয়ারম্যান থেকে পৌর মেয়র অধ্যাপক আক্কাস আলী
apps

দিনাজপুরের বিরামপুর পৌর মেয়র পদে সাবেক পৌর চেয়ারম্যান অধ্যাপক আক্কাস আলী মেয়র পদে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।এবার তিনি নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করেন। এর আগে তিনি ওই পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশনের ফলা ফলে নৌকার প্রার্থী অধ্যাপক আক্কাস আলী পেয়েছেন ১৫৩৮৩ ভোট এবং সতন্ত্রপ্রার্থী এ্যাডভোকেট নুরুজ্জামান সরকার পেয়েছেন ৮৬৮৬ ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধায় উপজেলা কনফারেন্স হলরুমে সহকারি রির্টানিং অফিসার সামসুল আযম ফলাফল ঘোষনা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৬ কেন্দ্রে ১০৫ টি বুথে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ হয়।

এবার বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়াও নয়টি ওয়ার্ডের বিপরীতে ৩২ জন কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের জন্য ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী,বিরামপুর পৌরসভার নির্বাচনে পৌরসভায় ভোটার রয়েছেন ৩৬ হাজার ৬৫৮ জন। তাদের মধ্যে ১৭ হাজার ৯৫২ পুরুষ এবং ১৮ হাজার ৭ শ ০৬ জন মহিলা ভোটার রয়েছেন।

Development by: webnewsdesign.com