নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে ৩ মাস আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

সোমবার, ১৫ নভেম্বর ২০২১ | ১:৩৯ অপরাহ্ণ

নোয়াখালীর বেগমগঞ্জে ৩ মাস আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ
apps

নোয়াখালী বেগমগঞ্জে প্রেমিকের যোগসাজসে স্কুলছাত্রীকে তুলে নিয়ে তিন মাস ধরে আটক, ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে প্রেমিক আবদুল্লাহ আল মামুন (২৮), কামাল (৪৬), নাছের (২৬) ও ফরহাদ (২৭)-সহ ৪ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে আজ সোমবার সকালে মামলা রেকর্ড করেন।

মামলার বাদী ভিকটিম জানান, তার গ্রামের বাড়ি বেগমগঞ্জের একলাশপুরে। সে নবম শ্রেণির ছাত্রী। মজুমদার হাট খালার বাড়িতে থেকে সেখান থেকে স্কুলে আসা যাওয়ার পথে তার প্রেমিক আবদুল্লাহ আল মামুনসহ অন্য আসামিরা তাকে গত ২৬ আগষ্ট সকালে স্কুলে যাওয়ার পথে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে সোনাইমুড়ী ছাতারপাইয়া অজ্ঞাত এক বাড়িতে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে।

ওই ঘটনার ভিডিও ধারণ করে এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। সেখানে তাকে এক মাস আটক রাখার পর ছাতারপাইয়া থেকে লাল সবুজ নামক একটি বাসে উঠিয়ে টাঙ্গাইল জেলার শহিদুপুর নামক স্থানে নিয়া আটক রেখে গণধর্ষণ করে তারা এবং সেখানে একটি বাসা ভাড়া নিয়ে দুই মাস আটক রাখে। পরে ভিকটিম কৌশলে তার খালা ও মা বাবার সহায়তায় পালিয়ে নিজের বাড়িতে আসে। এই ঘটনায় গতকাল রবিবার রাতে ভিকটিম বাদী হয়ে বেগমগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

Development by: webnewsdesign.com