নোয়াখালীর বেগমগঞ্জে যুবক’কে ছুরিকাঘাতে হত্যা

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | ১১:৪০ পূর্বাহ্ণ

নোয়াখালীর বেগমগঞ্জে যুবক’কে ছুরিকাঘাতে হত্যা
প্রতীকী ছবি
apps

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় মাজহারুল ইসলাম তুর্জয় (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মাজহারুল ইসলাম চৌমুহনী পৌরসভা উত্তর নাজিরপুর গ্রামের মো. মানিকের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে তিন বন্ধুর সঙ্গে চৌমুহনী পৌরসভার কন্ট্রাক্টর মসজিদ এলাকায় হাঁটছিলেন তুর্জয়। এসময় মোটরসাইকেল নিয়ে তিন-চারজন অস্ত্রধারী যুবক তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে সঙ্গীরা পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিলেও তাদের হাতে ধরা পড়েন তুর্জয়। এসময় অস্ত্রধারীরা মাজহারুলকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তুর্জয়কে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, রত্তাক্ত অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে মাজহারুলকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। তাকে প্রাথমিক চিকিৎসা ও অক্সিজেন সার্পোট দিয়ে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার পেট, পিঠ, কোমর, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিল।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের একাধিক স্থানে ছুরির আঘাত ছিল।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় তার মৃত্যু হয়েছে। ঘটনার বিস্তারিত খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তুর্জয়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন।

Development by: webnewsdesign.com