নোয়াখালীর বসুরহাট পৌর এলাকায় আজ ১৪৪ ধারা জারি

সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১ | ১:৩০ অপরাহ্ণ

নোয়াখালীর বসুরহাট পৌর এলাকায় আজ ১৪৪ ধারা জারি
apps
আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে নোয়াখালীর বসুরহাট পৌর এলাকায় সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সাংবাদিক মুজাক্কির হত্যার ঘটনায় সোমবার বসুরহাটে একই স্থানে একই সময় বিক্ষোভ ও শোকসভার কর্মসূচি ঘোষণা করেন পৌর মেয়র আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।
এদিকে,রবিবার রাতে চর ফকিরা গ্রামে মুজাক্কির এর দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।কাউকে আটকও করতে পারেনি পুলিশ।মুজাক্কির হত্যার প্রতিবাদে রবিবার দুপুরে নোয়াখালীতে মানববন্ধন করেন সাংবাদিকরা।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২২

Development by: webnewsdesign.com