নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে চরকাঁকড়া ও বসুরহাট ৫ নং ওয়ার্ড থেকে নজরুল ইসলাম হেলাল (৪০) ও কোম্পানীগঞ্জের মাদক কারবারি মরণী এর ভাই জয়নাল আবদীন (৪২) কে গ্রেপ্তার করা হয়।
মাদক ব্যাবসায়ীদের থেকে ৬ হাজার টাকা মূল্যের ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক পাইকারী ব্যবসায়ী জয়নাল আবদীন জানায় ফেনী থেকে মাদক ক্রয় করে বিভিন্ন জায়গায় খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে।
ওসি তদন্ত রবিউল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুইটি জায়গায় শনিবার সকাল ৯টা থেকে অভিযান চালিয়ে দুপুর ২টায় মাদক ব্যবসায়ীদের হাতেনাতে গ্রেপ্তার করেন। তিনি আরো বলেন নজরুল ইসলাম হেলাল ২টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।আসামীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
Development by: webnewsdesign.com