সম্প্রতি নেহা ধুপিয়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশকিছু ছবি শেয়ার করেছেন। যেখানে যাকে বলে একেবারে লালে-লাল! লাল রঙের পোশাকে নেহা ধুপিয়াকে দেখে ভক্তদের পাশাপাশি স্বামী অঙ্গদ বেদির চোখ ছা’নাবড়া।
লাল রঙের গেঞ্জি এবং লাল রঙের জ্যাকেট পরা নেহার ছবি দেখে অঙ্গদের প্রতিক্রিয়া…‘ওহ তেরি কি!’ আর স্বামীর এমন মন্তব্যের প্রতিক্রিয়া আরও মজার সঙ্গে উত্তর দিয়েছে এ অভিনেত্রী। লিখেছেন… ‘ওহে তেরি নি অর্থাৎ হাঁটু’, আর তার সঙ্গে বেশ কিছু মজার ইমোজিও দিয়েছেন তিনি। নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদির ইনস্টাগ্রামে এমন কথোপকথন নে’টিজেনরাও বেশ উপভোগ্যও হয়ে উঠেছে।
নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদি প্রায় সময়ই নিজেদের পারিবারিক ছবি এবং পছন্দ মতো মু’হূর্তগুলোর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন এবং সেগুলো জনপ্রিয়ও হয় নে’টিজেনদের কাছে।
Development by: webnewsdesign.com