নেত্রকোনা বিজিবির অভিযানে ১৩টি ভারতীয় গরু আটক

শনিবার, ২০ নভেম্বর ২০২১ | ৭:৩৮ অপরাহ্ণ

নেত্রকোনা বিজিবির অভিযানে ১৩টি ভারতীয় গরু আটক
apps

নেত্রকোনা কলমাকান্দা সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধ পথে আসা ১৩টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লেংগুরা ইউনিয়নের কালাপানি এলাকা থেকে গরুগুলো আটক করা হয়।

গরুগুলোর মূল্য ৮ লাখ ৪৫ হাজার টাকা। তবে বিজিবি কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি। শনিবার দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার ভোরে বিজিবির লেংগুরা বিওপির হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালাপানি এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকাবারিরা ১৩টি ভারতীয় গরু রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে সীমান্ত পিলার ১১৭১/২-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি এলাকা থেকে গরুগুলো আটক করা হয়। আটককৃত গরুগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Development by: webnewsdesign.com