বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণ ঘোষনার দাবীতে নেত্রকোনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মরকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি, নেত্রকোনা জেলা শাখা বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানব বন্ধন চলাকালে প্রাইমারী স্কুলের ন্যায় সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণসহ ৭ দফা বাস্তবায়নের দাবী জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ শামছুল আলম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আলম, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহ্জাহান ও শিক্ষক মোঃ আব্দুল হালিম প্রমূখ।
মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
Development by: webnewsdesign.com