নেত্রকোনার কেন্দুয়ায় সুপারি গাছ থেকে পড়ে গিয়ে আব্দুল হামিদ (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার আশুজিয়া ইউনিয়নের ভগবতীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হামিদ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে একই গ্রামের বিপ্লব দাসের বাড়ির পুকুর পাড়ে সুপারি গাছ থেকে সবার অজান্তে সুপারি পাড়তে ওঠেন। সেখান থেকে গাছ ভেঙে মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Development by: webnewsdesign.com