নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাকপ্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মজনু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) রাতে মজনুকে উপজেলার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ৯ সেপ্টেম্বর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পথে ধর্ষণের শিকার হন ওই বাকপ্রতিবন্ধী গৃহবধূ (৩০)। এ ঘটনায় প্রতিবন্ধী ওই নারীর মা বাদী হয়ে ধর্ষক মজনু মিয়ার (৪৫) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। কেন্দুয়া থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কেন্দুয়া উপজেলার মোজাফরপুর গ্রামের মনু মিয়ার ছেলে ধর্ষক মজনু মিয়া (৪০)। তিনি একই উপজেলার মরিচপুর গ্রামের হান্নান মিয়ার কন্যাকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই বসবাস করতো। গত ৯ সেপ্টেম্বর বাবার বাড়িতে বেড়াতে আসা ওই বাকপ্রতিবন্ধী গৃহবধূ স্বামীর বাড়ি যাচ্ছিলেন। পথে ওই বাকপ্রতিবন্ধী নারীকে ফুঁসলিয়ে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে মজনু। তখন ওই নারীর চিৎকারের শব্দে আশপাশের লোকজন ছুটে গেলে মজনু পালিয়ে যায়। পরে ওই নারীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে আমরা অভিযান চালিয়ে মজনুকে উপজেলার সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছি।
Development by: webnewsdesign.com