গত ২৪ ঘণ্টায় নেত্রকোনা জেলায় ৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন করে মৃত্যু হয়েছে আরও চারজনের। এ নিয়ে মৃতের সংখ্যা ১০৭ জনে দাঁড়িয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৬০ জন পুরুষ ৩১ জন নারী।
সিভিল সার্জন সূত্রে জানা যায়, ময়মনসিংহ ল্যাবে ২১৭টি নমুনা পরীক্ষায় ৬৭ জন শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের শতকরা হার দেখানো হয়েছে ৩২.১৬।
শনাক্তদের মধ্যে নেত্রকোনা সদর উপজেলার ৫৭ জন। এর মধ্যে সাতপাই ১২, নাগড়া ৪, জয়নগর ৫, ইসলামপুর ৩, পল্লী বিদ্যুৎ ২, আনন্দবাজার ২, চল্লিশা ২, কুরপাড় ২, মদনপুর ২, বাংলা, বিশিউড়া, চকপাড়া ২, ফরিদপুর, কান্দুলিয়া, বরুনা, সাতবেরীকান্দা, পঞ্চাননপুর, মসজিদ কোয়ার্টার, কালীবাড়ীরোড, মোক্তারপাড়া, কালিয়াকোনা, পারলা, কুমড়ী, নেওয়াজনগর, দুগিয়া, লক্ষীগঞ্জ, পুলিশলাইন, বড়বাজার, গজিনপুর, কাটলী ও সদরে একজন করে রয়েছেন।
এছাড়া পুর্বধলা উপজেলায় ৯ জন, আটপাড়া ৯ জন, মদনে ৩ জন, কেন্দুয়ায় ২ জন, দুর্গাপুরে ৩ জন, কলমাকান্দায় ৩ জন, বারহাট্টায় ৩ জন ও মোহনগঞ্জে রয়েছেন ২ জন।
এ পর্যন্ত পরীক্ষাগারে মোট নমুনা পাঠানো হয়েছে ২৮,২৬৭টি। এ পর্যন্ত ২৮,১৫৫ টির রির্পোট পাওয়া গেছে। জেলায় সর্বমোট শনাক্ত ৪,২৭৬ জন।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২,৩০১ জন। শতকরা সুস্থতার হার ৫৩.৮১।
Development by: webnewsdesign.com