নেত্রকোনার মোহনগঞ্জে ১১বোতল বিদেশী মদসহ দুই চোরা কারবারী যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত্রে মোহনগঞ্জ পৌর এলাকার দৌলতপুরে ধর্মপাশা টু ঢাকাগামী একটি যাত্রী বাহী বাস হতে এদেরকে আটক করে পুলিশ ।
আটক কৃত আসামিরা হল: ১.রুবেল চন্দ্র দাস (২৯)পিতা জিতেন্দ্র চন্দ্র দাস, সাং- ইব্রাহিম পুর, থানাঃ কলমাকান্দা, জেলাঃ নেত্রকোনা, ২. শ্রী সুমন বাসকর (২৫) পিতা শ্রী ভজন বাসকর সাং রঙ্গার টেক থানাঃ কালিয়াকৈর, জেলাঃ গাজীপুর।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ খান জানান, আটক কৃতদের নামে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।
Development by: webnewsdesign.com