নেত্রকোণার খালিয়াজুরীতে ইয়াবাসহ ১জন আটক

বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ৩:৫৮ অপরাহ্ণ

নেত্রকোণার খালিয়াজুরীতে ইয়াবাসহ ১জন আটক
apps

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় ইয়াবাসহ শহিদুল ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার নগর ইউনিয়নের চানপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত শহিদুল ইসলাম পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কালীপুর গ্রামের মৃত জায়েদ আলীর ছেলে।

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, আজ বিকেলে চানপুর এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় ৫০ পিচ ইয়াবাসহ শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন খালিয়াজুড়ি থানার উপ-পরিদর্শক আলীমুর রাজীর সহকারী উপ পরিদর্শক ফরহাদ হোসেন, সহকারী উপ পরিদর্শক তুলা মিয়া ও সহকারী উপ পরিদর্শক হারুন মিয়াসহ পুলিশ কনস্টেবলবৃন্দ।

এদিকে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করা হয়। বুধবার তাকে নেত্রকোণা জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানায় পুলিশ।

Development by: webnewsdesign.com