নীলফামারী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত স্বামী, হাসপাতালে স্ত্রী

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ | ১২:৩৩ অপরাহ্ণ

নীলফামারী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত স্বামী, হাসপাতালে স্ত্রী
নীলফামারী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত স্বামী, হাসপাতালে স্ত্রী
apps

নীলফামারীর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ইপিজেড শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী মাহমুদা আক্তার। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কাজীরহাট সংলগ্ন শিমুলতলা কাচারি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সৈয়দপুর বোতলাগাড়ী ইউনিয়নের নতুন হাট ডাঙ্গাপাড়া এলাকার জমিল উদ্দিনের ছেলে তারেক রহমান। তিনি উত্তরা ইপিজেডে কাজ করতেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা ট্রাক ও মোটরসাইকেলচালক কেউ কাউকে দেখতে না পাওয়ায় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তারেক নিহত হন। পরে তারেকের স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় এ ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Development by: webnewsdesign.com