“নীলফামারীতে নদী খনন কাজের উদ্বোধন”

বুধবার, ২৪ নভেম্বর ২০২১ | ৭:৪৯ অপরাহ্ণ

“নীলফামারীতে নদী খনন কাজের উদ্বোধন”
apps

নীলফামারীতে ১৪৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে চারালকাটা নদীর খনন ও বুড়িতিস্তা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। বুধবার বিকেল তিনটার দিকে জেলা সদরের জাদুরহাট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ওই কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়ন সচিব কবির বিন আনোয়ার, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, রংপুর পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মাহাবুবার রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।

Development by: webnewsdesign.com