নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযান অব্যাহত

মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ | ৪:৫৪ অপরাহ্ণ

নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযান অব্যাহত
apps

সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৬ হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

২০ এপ্রিল মঙ্গলবার মৌলভীবাজার শহরের ওয়াপদা রোড, , সেন্ট্রাল রোড, কুসুমবাগ এলাকায় স্বাস্থ্যবিধি ও আরোপিত কঠোর নিষেধাজ্ঞা প্রতিপালন নিশ্চিতে জেলা প্রশাসন মৌলভীবাজার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ।

এ সময় স্বাস্থ্যবিধি ও যথাযথ কর্তৃপক্ষের অন্যান্য নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ২৮ মামলায় সর্বমোট ২৬ হাজার ৫শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

সকাল সাড়ে ১১ ঘটিকা থেকে বিকাল সাড়ে ৩ ঘটিকা পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ৬ টি মামলায় ৩ হাজার ৪শত টাকা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ হাজার ৮শত টাকা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন ৭ টি মামলায় ২ হাজার টাকা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম কুসুমবাগ এলাকায় অবস্থিত আজিজ ইলেকট্রনিক্স, এ জি লাইব্রেরি, হার্ডওয়ারের দোকান সহ ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৯ হাজার ৩শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দন্ডবিধি, ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়।

Development by: webnewsdesign.com