নিষিদ্ধ আনসার আল ইসলামের ৪ সদস্য গ্রেফতার

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০ | ৮:৩৭ অপরাহ্ণ

নিষিদ্ধ আনসার আল ইসলামের ৪ সদস্য গ্রেফতার
apps

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। গ্রেফতারকৃতরা হলো- মো. ওসমান ভুইয়া ওরফে ওসমান (৩২), মো. তামিমুর রহমান ওরফে তামিম (২৬), মো. রমজান আলী চৌধুরী ওরফে রিপন (৩৩) ও মো. সোলেমান মিয়া ওরফে বাবুল (৩২)।
গত বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি দল।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাহেদুল ইসলাম সজল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

তিনি জানান, চারজন আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের নতুন সদস্য সংগ্রহ শাখার কর্মী। তারা নিয়মিত ৮ থেকে ১০ জন দেশের বিভিন্ন জেলায় তাদের দলের সদস্যদের সঙ্গে গোপন বৈঠকের জন্য যাতায়াত করতো নতুন নতুন সদস্য সংগ্রহ করার জন্য। গ্রেফতারকৃত আসামিরা কল্যাণপুর এলাকায় তাদের পূর্ব নির্ধারিত স্থানে মিলিত হওয়ার চেষ্টা করছিল। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাদেরকে কল্যাণপুর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দলের আরো বেশ কয়েকজন পালিয়ে যায়। পলাতক জঙ্গিদের গ্রেফতারের প্রক্রিয়া চলামান রয়েছে বলেও জানান তিনি।

Development by: webnewsdesign.com