নিজ ঘরে থেকে ‌‘থার্টি-ফার্স্ট-নাইট’ উদযাপনের আহ্বান

রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ | ৩:৫০ অপরাহ্ণ

নিজ ঘরে থেকে ‌‘থার্টি-ফার্স্ট-নাইট’ উদযাপনের আহ্বান
apps

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে লোকজন কীভাবে থার্টি-ফার্স্ট-নাইট’ উদযাপন করবেন, সে বিষয়ে পরামর্শ দিয়েছে র‌্যাব। সবাইকে নিজ নিজ ঘরে থেকে নতুন বছর ও ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপনের আহ্বান র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহর।

রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে র‍্যাব সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। আশিক বিল্লাহ জানান, থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে কোথাও কোনো হামলার আশঙ্কা এখন পর্যন্ত নেই। কোনো নাশকতার হুমকিও নেই।

রাজধানীকে মোট তিন ভাগে ভাগ করে থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ইংরেজি নববর্ষ ও ‘থার্টি ফার্স্ট নাইট’ কে কেন্দ্র করে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Development by: webnewsdesign.com