নিজেদের টিকা বিক্রি করার জন্য অন্যান্য প্রতিষ্ঠানের টিকা সম্পর্কে মিথ্যে গুজব ছড়াচ্ছে রাশিয়া। সোমবার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ এক কূটনৈতিক এ মন্তব্য করেন।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল তার অফিসিয়াল ওয়েবসাইটে ভুয়া তথ্য ছড়ানোর ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেন। বলেন, বিদেশি কিছু ক্রীড়ানক, তাদের মধ্যে রাষ্ট্র এবং ব্যক্তিগত প্রতিষ্ঠান রয়েছে, যারা ভুয়া তথ্য প্রচার শুরু করছে। অব্যাহতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্তের চেষ্টা করছে তারা।
তিনি আরও বলেন, উদাহরণস্বরূপ বলা যায়, রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বিভিন্ন ভাষার গণমাধ্যমে পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর তৈরি টিকা সম্পর্কে সরাসরি নানাধরনের ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তারা আপত্তিকর কিছু দাবি করছে। বলা হচ্ছে, পশ্চিমা টিকা নিলে মানুষ বানর হয়ে যাবে। যা নিতান্তই অযৌক্তিক।
‘এ ধরনের প্রচারণার উদ্দেশ্য হলো- মিথ্যচারের মাধ্যমে রাশিয়া নিজেদের তৈরি টিকা স্ফুটনিক ভি’র বিক্রি করতে চায়’, বলেন বোরেল।
কোন কোন গণমাধ্যম বা ওয়েবসাইট এ ধরনের ভুয়া তথ্য ছড়াচ্ছে তা নির্দিষ্ট করে জানাননি তিনি।
তিনি আবারও সতর্ক করে বলেন, বর্তমান মহামারির সময়ে এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন প্রচারণা জনস্বাস্থ্যকে হুমকিতে ফেলবে। জঙ্গিগোষ্ঠী আইএস’র মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো করোনাকে নিজেদের প্রোপাগান্ডা ছড়িয়ে দেয়ার জন্য ব্যবহার করছে বলেও উল্লেখ করেন তিনি।
Development by: webnewsdesign.com