‘ নিজেই নিজেকে দেবতা মনে করেন’রোনালদো

মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ | ১:০১ অপরাহ্ণ

‘ নিজেই নিজেকে দেবতা মনে করেন’রোনালদো
apps

রোনালদোর সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদো অহংকারী। নিজের দক্ষতা নিয়ে গর্ব করেন, নিজেকেই সর্বকালের সেরা দাবি করতে বাধে না তাঁর। প্রচণ্ড আত্মবিশ্বাসের এ ব্যাপারের ভালো দিক আছে। নিজের ওপর বিশ্বাস রাখাটাই তাঁকে এত দূর এনেছে। নিজের কাছ থেকে সব সময় বাড়তি কিছু দাবি করতে পারাটাই প্রায় দেড় যুগ ধরে শীর্ষ পর্যায়ের ফুটবলে টিকিয়ে রেখেছে তাঁকে। এ জন্য ম্যাচে ভালো করতে না পারলে সেটা প্রকাশ করতেও বাধে না তাঁর।

সপ্তাহের শুরুতে সেটা করে অবশ্য বিপদে পড়েছেন রোনালদো। এভারটনের মাঠে খেলতে গিয়ে হেরে বসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অবনমন অঞ্চলের ঠিক ওপরে থাকা দলের কাছে হারের পরই ঘটেছে অঘটন। মাঠ থেকে বের হয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের এক সমর্থকের হাতের মুঠোফোন ভেঙে ফেলেছেন। রোনালদোর এমন আচরণের সমালোচনা করছেন সবাই। হোসে এনরিক তো রীতিমতো হুল ফুটিয়েছেন। সাবেক লিভারপুল ডিফেন্ডারের দাবি, রোনালদো নাকি নিজেকে দেবতা মনে করেন!

Development by: webnewsdesign.com