নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০ | ৬:০১ অপরাহ্ণ

নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ
apps

জয়পুরহাটে নিখোঁজের একদিন পর বস্তাবন্দি অবস্থায় ইরাম হোসেন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার চকশ্যাম গ্রামে বাড়ির পাশের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইরাম হোসেন ওই গ্রামের এনামুল হোসেনের ছেলে।

 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে ইরাম অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও ইরামকে না পাওয়ায় সন্ধ্যায় সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে সকালে বাড়ির পাশের বাগানে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, সকালে নিহতের স্বজনরা বাড়ির পাশে ঝোপঝাড়ে খোঁজাখুঁজি করতে গিয়ে বস্তাবন্দি অবস্থায় ইরামের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি বলেন, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে।

Development by: webnewsdesign.com