নিউজিল্যান্ড সিরিজ থেকেও ছিটকে গেলেন তামিম

মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ | ৭:৫৪ অপরাহ্ণ

নিউজিল্যান্ড সিরিজ থেকেও ছিটকে গেলেন তামিম
apps

পাকিস্তান সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজ থেকেও ছিটকে গেলেন তামিম ইকবাল। আঙুলের চোটে কিউই সফরে খেলা হচ্ছে না এই ওপেনারের। তবে স্বস্তির খবর হচ্ছে, এই ইনজুরির জন্য ছুরিকাঁচির নিচে যেতে হচ্ছে না তামিমকে

নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে গিয়ে ব্যাটিংয়ের সময় বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন তামিম। দেশে ফিরে এক্স-রে করানো হলে সেখানে চিড় ধরা পড়া। কয়েক সপ্তাহের বিশ্রামের পর পাকিস্তান সিরিজের আগে অনুশীলনে ফিরেছিলেন তামিম। শুরুতে টেনিস বলে ব্যাটিং করলেও পরবর্তীতে নেটে পুরোদমেই ব্যাটিং সেরেছেন। স্পিনারদের স্বাচ্ছন্দ্যে খেললেও পেসারদের বিপক্ষে খেলতে গিয়ে আঙুলে ব্যথা অনুভব করেন। যে কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে যান তিনি।

এরপর ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন তামিম। সেখানে বাঁহাতি এই ওপেনারকে এক মাসের বিশ্রাম দেয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানিয়েছেন, আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত তামিমের পুনর্বাসন প্রক্রিয়া চলবে। এরপর কাঠের বলে ব্যাটিং অনুশীলনে নামবেন তিনি।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘ফিজিশিয়ানের সঙ্গে কথা বলেছে তামিম। কোনো সার্জারি লাগবে না। তবে এক মাস বিশ্রাম নিতে বলেছে। যে কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারছে না তামিম।

পাকিস্তান সিরিজ শেষে আগামী ১০ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। যেখানে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরে ৯ জানুয়ারি থেকে হবে দ্বিতীয় ম্যাচটি।

Development by: webnewsdesign.com