গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) ছিলো বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেটের দক্ষিণ সুরমায় বিক্ষিপ্তভাবে পিটেকিং করেন বিএনপি-জামায়াত ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণও যায় এক যুবদল কর্মীর। এছাড়া আটক হন ৩ জন।
তবে বিএনপি-জামায়াত ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ‘নাশকতা’ ঠেকাতে আজ বুধবার (১ নভেম্বর) সকাল থেকে দক্ষিণ সুরমায় মাঠে রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ সকাল সাড়ে ৮টার দিকে লালাবাজার এলাকায় শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।
এছাড়া বেলা ১১টায় দক্ষিণ সুরমার চন্ডিপুলে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। আর দুপুরে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে।
Development by: webnewsdesign.com