নারী ভোটারদের ব্যাপক উপস্থিতে বাগেরহাটে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ১১:২৮ পূর্বাহ্ণ

নারী ভোটারদের ব্যাপক উপস্থিতে বাগেরহাটে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ
apps

সকাল ৮টা থেকে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতে লম্বা লাইনে বাগেরহাট পৌরসভা নির্বাচনে কেন্দ্র কেন্দ্র প্রথম বারের মতো ইভিএমে ভোট চলছে। শান্তি পূর্ন পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা খুশি। সকাল ৯টায় নাগেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও পূর্ব বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ প্রতিটি কেন্দ্রে বড় লাইন দেখা গেছে।

শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সর্তক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৫টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ৭ জন পুলিশ, ৯ জন আনছারসহ দুই প্লাটুন বিজিবি, র‌্যাবের ৪টি মোবাইল টিম, পুলিশের ১৫টি মোবাইল টিম, দুটি স্ট্রাইকিং ফোর্স, ৯ জন নির্বাহী ও একজন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে ।

উল্লেখ্য, বাগেরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান হাবিবুর রহমান এবং বিএনপি মনোনীত প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল প্রতিদ্বন্দীতা করছেন। ৯টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৬ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন। তিনটি সাধারণ ওয়ার্ড ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে আবুল হাশেম শিপন, তালুকদার আব্দুল বাকি এবং শাহ নেওয়াজ মোল্লা দোলন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন। বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ৩৮ হাজার ২‘শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১৮ হাজার ৪‘শ ২১জন পুরুষ এবং ১৯ হাজার ৭‘শ৭৯ জন নারী ভোটার রয়েছেন।

ভক্সপপ- বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান হাবিবুর রহমান ও পৌরসভার ভোটার বৃন্দ।

Development by: webnewsdesign.com