নারী এশিয়ান কাপ বাছাই পর্বে মিয়ানমারকে হারালো বাংলাদেশ

বুধবার, ০২ জুলাই ২০২৫ | ৬:৪৫ অপরাহ্ণ

নারী এশিয়ান কাপ বাছাই পর্বে মিয়ানমারকে হারালো বাংলাদেশ
apps

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে এগিয়ে মিয়ানমার। ঘরের মাঠ ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শকের সমর্থনও পেয়েছে দলটি। অতীত রেকর্ডও তাদের নিজেদের পক্ষে ছিল। সব দিক থেকে এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ গোলে হারাল বাংলাদেশ। এই জয় এনে দেন জোড়া গোলদাতা ঋতুপর্ণা চাকমা।

এশিয়ান কাপের বাছাই পর্বে পাওয়া এই অসাধারণ জয়ে স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেলেন ঋতুপর্না চাকমারা। এরআগে কখনো এশিয়ান কাপের বাছাই পর্বে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। এবার বাইরাইনের পর মিয়ানমানের বিপক্ষে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার দ্বারপ্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল। সামনের ম্যাচে জয় কিংবা ড্র করলেও এশিয়া কাপের চূড়ান্ত পর্বে উঠবে তারা।

বাছাই পর্বে ‘সি’ গ্রুপে দুই জয়ে বাংলাদেশের অর্জন সর্বোচ্চ ৬ পয়েন্ট। ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচ বাংলাদেশের। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকিট পাবে বাংলাদেশ। অন্যদিকে, দুই ম্যাচে গ্রুপের সর্বোচ্চ র‌্যাংকিংধারী দল মিয়ানমারের অর্জন ৩ পয়েন্ট। তাদের পরবর্তী ম্যাচে বাহরাইনের বিপক্ষে।

খেলার শুরু থেকেই মিয়ানমারকে চাপে রেখেছিল বাংলাদেশ। ১৮ মিনিটে প্রথমে গোল পায় তারা। ফ্রি কিক থেকে গোল পান ফরোয়ার্ড ঋতুপর্না চাকমা। প্রথম তার নেওয়া শটে বল প্রতিপক্ষের রক্ষণ দেয়ালে লেগে ফিরে আসে। ফিরতি বলে তার নেওয়া কোনাকুনি শটে সবাইকে ফাঁকি দিয়ে বল চলে যায় জালে। এই গোলের পর উজ্জীবিত হওয়া বাংলাদেশকে আর আটকাতে পারেনি স্বাগতিকরা। প্রথমার্ধে খেলায় ফেরার চেষ্টা করেছে তারা। কিন্তু সফল হতে পারেনি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৭২ মিনিটে ঋতুপর্না গোলে স্কোর লাইন ২-০ করে বাংলাদেশ। শেষ দিকে এক গোল শোধ দিলেও বাংলাদেশের জয় ঠেকাতে পারেনি মিয়ানমার নারী দল। ধারেভারে এগিয়ে থাকা দলটি বিপক্ষে দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। এরআগে ২০১৮ সালে অলিম্পিক বাছাইয়ে মিয়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছিল তারা। এবার সেই হারের বদলা নিলেন কোচ পিটার বাটলারের শিষ্যরা।

Development by: webnewsdesign.com