নারায়নগঞ্জ থেকে চাঞ্চল্যকর র‌্যাবের এসল্ট মামলার ২ আসামী গ্রেফতার

মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১ | ৩:৫৬ অপরাহ্ণ

নারায়নগঞ্জ থেকে চাঞ্চল্যকর র‌্যাবের এসল্ট মামলার ২ আসামী গ্রেফতার
apps

নারায়নগঞ্জ থেকে চাঞ্চল্যকর র‌্যাব এসল্ট মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। সোমবার (৯ আগষ্ট) দুপুরে তাদেরকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, ব্রাক্ষনবাড়ীয় জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের পুত্র শাহ মিলন (৪৫) ও একই থানার মৃত কফিল উদ্দিনের পুত্র মো: ইদ্রিস মিয়া (৫৫)।

র‌্যাব-৯’র প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা গেছে, সোমবার দুপুর দেড় টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান, সিনিঃ এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে নারায়নগঞ্জ জেলার নারায়নগঞ্জ মডেল থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর থানার মামলা নং- ৩ তারিখঃ ০১/০৭/২১ ধারা; ১৪৩/১৪৫/১৮৬/৩৩২/৫৫৩/৩০৭ দঃবিঃ মূলে আসামী শাহ মিলন ও মোঃ ইদ্রিস মিয়াকে গ্রেফতার করে।

পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ধৃত আসামীদ্বয়কে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১০

Development by: webnewsdesign.com