১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ হবে। মঙ্গলবার বিকেলে এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ৯১তম কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে এসে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
আর প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। সবশেষ ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটির নির্বাচন হয়েছিল।
Development by: webnewsdesign.com