নারায়ণগঞ্জে হকার এবং অবৈধ পার্কিংবিরোধী অভিযান পরিচালনা করেছে সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানের আওতায় আজ শনিবার বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে অবৈধ দোকান ও বিভিন্ন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।আজ শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চলে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন জানান, এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ফুটপাত দখল হলেই অ্যাকশন। কোনো অযুহাতে ফুটপাতে হকার, হোন্ডা, গাড়ি কোনো জিনিস রাখা যাবে না।
অভিযানে অর্ধশতাধিক পুলিশ, ট্রাফিক পুলিশ ও ডিবি পুলিশের সদস্য অংশ নেন।
এ সময় ফুটপাত দখল করে বসানো অবৈধ অস্থায়ী দোকানগুলো উচ্ছেদ করা হয়। এ ছাড়া ফুটপাতে পার্কিং করে রাখা মোটরসাইকেল ও সড়কের পাশে পার্কিং করে রাখা প্রাইভেটকারসহ গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইনে ব্যবস্থা নেওয়া হয়।
Development by: webnewsdesign.com