নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সাংবাদিক ইলিয়াছকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি তুষারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।এর আগে, সোমবার সকালে আটজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী জুলেখা বেগম। নিহত ইলিয়াছ বন্দর উপজেলার সাবদী জিওধরা এলাকার মজিবর রহমানের ছেলে। তিনি স্থানীয় দৈনিক বিজয় পত্রিকার বন্দর প্রতিনিধি ছিলেন।
গ্রেফতাররা হলেন- বন্দর উপজেলার কলাগায়িয়া ইউপির আদমপুর এলাকার জামান মিয়ার ছেলে তুষার, একই এলাকার মিসির আলী ও মিন্নত আলী মিনা।
মামলার অন্য আসামিরা হলেন- জামান মিয়ার ছেলে তুর্জ, নুরুল মিয়ার ছেলে মাসুদ, আব্দুল বাতেনের ছেলে সাগর, ফালান মিয়ার ছেলে পাভেল ও হজরত আলী।
জানা গেছে, উপজেলার জামান মিয়ার দুই ছেলে তুষার ও তুর্জয়ের অবৈধ গ্যাস সংযোগ এবং মাদক ব্যবসা নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করেন ইলিয়াস। স্থানীয়ভাবে তাদের মধ্যে বিরোধও ছিল। প্রকাশিত সংবাদের জের ধরে ইলিয়াসকে হুমকি দিয়ে আসছিলেন তুষার। এরই জেরে রোববার রাত ৮টার দিকে কাজ শেষে বাসায় যাওয়ার পথে উপজেলার আদমপুর এলাকায় ওত পেতে থাকা দুর্বৃত্তরা ইলিয়াছকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পর বিক্ষোভ মিছিল বের করে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি জানায় এলাকাবাসী। এ সময় তারা তুষারকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজগর হোসেন জানান, সাংবাদিক ইলিয়াছ হত্যায় মামলা করেছেন তার স্ত্রী জুলেখা। মামলার প্রধান আসামি তুষারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com