নারায়ণগঞ্জে চিরকুটসহ মার্কেটের ছাদে মিললো মরদেহ

বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ৪:১৮ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে চিরকুটসহ মার্কেটের ছাদে মিললো মরদেহ
apps

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিরকুটসহ খুরশীদ আলম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ১০ নম্বর বিল্ডিংয়ের ছাদ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় পাশে একটি চিরকুট পাওয়া গেছে এবং মুখে ফেনা ছিল তাই আমরা ধারণা করছি এটি আত্মহত্যা। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Development by: webnewsdesign.com