নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এক দিনের নবজাতক শিশু কে রেখে পালিয়ে গেছেন তার বাবা মা। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমীন জানান, রবিবার সকালে চিকিৎসা করানোর কথা বলে নবজাতক মেয়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন এক দম্পতি। তাদের নাম পরিচয় জানার আগেই শিশুটিকে হাসপাতালের লেবার রুমে রেখে কৌশলে পালিয়ে যায় ওই দম্পতি।
অনেক চেষ্টা করেও তাদের কোন হদিস পাওয়া যাচ্ছে না। এ দিকে শিশুটিকে দত্তক নিতে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু শিশুটির মা বাবার পরিচয় জানার জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ফেলে যাওয়া দম্পত্তি এই শিশুটির পিতা মাতা নাকি তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
Development by: webnewsdesign.com