কাতার বিশ্বকাপ সবচেয়ে বেশি ‘মিস’ করবে ফুটবলের ‘গ্ল্যামারাস’ ভক্তকে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সবার দৃষ্টি কেড়েছিলেন তিনি। ফুটবলের সেই ‘গ্ল্যামারাস’ ভক্ত হলেন নাতালিয়া নেমচিনোভা। ২০১৮ বিশ্বকাপে রাশিয়া ও সৌদি আরবের ম্যাচে গোটা বিশ্বের দৃষ্টি কেড়েছিলেন এই রুশ তরুণী। নাতালিয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল ফুটবলবিশ্ব। ২০১৮ বিশ্বকাপে সাদা টি-শার্ট, মাথায় মুকুট এবং রাশিয়ার পতাকা হাতে নাতালিয়া ‘হটেস্ট ফুটবল ফ্যান’-এর তকমা পেয়েছিলেন।
এক সাক্ষাৎকারে নাতালিয়া বলেন, ‘২০১২ ইউরোর পর ফুটবল খেলাটাকে ভালোবেসে ফেলি। খেলা দেখতে পোল্যান্ডে ছুটে গিয়েছিলাম।’ ২০১২ ইউরোই নয় শুধু, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ দেখতেও গিয়েছিলেন ফুটবলের এই ‘হটেস্ট ফ্যান’। সেই নাতালিয়াই এবার কাতার বিশ্বকাপে ব্রাত্য। নাতালিয়ার দেশ বিশ্বকাপে খেলতে না পারায় ফুটবলবিশ্ব তাকে মিস করবে।
ইউক্রেনে রাশিয়ার হামলার প্রভাব পড়েছে সেদেশের ক্রীড়ায়ও। ফিফা ও উয়েফা রাশিয়ার জাতীয় ফুটবল দল এবং সে দেশের সব ক্লাবকে সাসপেন্ড করেছে। বিশ্বকাপ থেকে রাশিয়া বাদ পড়ে যাওয়ায় তাই নাতালিয়ার সৌন্দর্য থেকেও ব্রাত্য থাকতে হচ্ছে ফুটবলবিশ্বকে।
Development by: webnewsdesign.com